সাব্বির আকাশঃ
চলতি বছরের সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট)। প্রথমদিন সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান,
এ পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নেবে।
এবার উপজেলার ২২৩৪জন পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থী। এবার সাধারণ শিক্ষা বোর্ডে অধীন পরীক্ষায় ১৬৫৪ জন এবং বিএম ৫৮০ জন পরীক্ষার্থী অংশ নেন।
উপজেলার প্রতিটি কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান পরিদর্শন করেছেন।
শাহজালাল সরকারি কলেজ,ধর্মঘর ডিগ্রি কলেজ,মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ ও জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল ও কলেজ এই চারটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।