বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় শহিদুজ্জামান সরকার, এমপিকে গন সংবর্ধনা দিয়েছে পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ । শনিবার (৯ ই মার্চ) সকাল ১০ ঘটিকায় পত্নীতলা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম পত্নীতলা নওগাঁ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্র আলহাজ্ব শহীদুজজামান সরকার, এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তার আস্থার প্রতিদান দিতে চাই। পরিকল্পনা মন্ত্রণালয়কে একটি আদর্শ মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
প্রতিমন্ত্রী বলেন, আমি সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দূর্নীতি মুক্ত থেকে আমার উপর দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতেও আমি সততা ও নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মাণে মানুষের সেবায় নিরলস ভাবে কাজ করে যেতে চাই।
প্রতিমন্ত্রী বলেন, আমি পত্নীতলা ও ধামুইর হাট জনগণ এবং নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞ। তাঁরা বারবার আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন এবং মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন।
তাই পত্নীতলা তথা ধামুইর হাটের জনগণ তথা বাংলাদেশের জনগণের প্রতি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করে যেতে চাই। এক্ষেত্রে পত্নীতলার জনগণের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাই।
নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আঃ খালেক চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শহীদুজজামান সরকার এমপি।
নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ গাফফার এর সঞ্চালনায় পত্নীতলা উপজেলায় গন সংবধর্না অনুষ্ঠান পরিচালনা করেন।
এসময় গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা,ভাইস চেয়ারম্যান আঃ আহাদ রাহাত, পত্নীতলা থানা সার্কেল মোঃ আঃ মমীন,পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, পত্নীতলা থানার ওসি (তদন্ত)
সেলিম রেজা প্রমুখ।এছাড়া পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ,পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল কবির চৌধুরী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব চৌধুরী, দপ্তর সম্পাদক মনিবুর রহমান গোল্ডেন চৌধুরী,প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলীপ চৌহান, নওগাঁ জেলা পরিষদের সদস্য জিনাত ঝরনা, নওগাঁ জেলা পরিষদের সদস্য আজাদ রহমান, নজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বেন্টু, সাধারণ সম্পাদক মোঃ মিল্টন উদ্দিন, নজিপুর পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ,সাংবাদিকবৃন্দ,মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দ সহ পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, সহ সকল সংগঠন উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা পত্নীতলা ও ধামুইর হাট আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজজামান সরকার এমপি-কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নিযুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।