মো: তুহিন আলম রেজুয়ান
নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক ব্রিটিশ নাগরিক, ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কন্ঠস্বর যুব সমাজের আইকন, ‘সাইফুল ইসলাম পারভেজ’ নবীগঞ্জ আর,সি,সি, স্পোর্টিং ক্লাবকে জার্সি উপহার দেন। এসময় সাংবাদিক মো: সফিকুল ইসলাম নাহিদ, স্বপন রবি দাশ, মিলটন চৌধুরী জয়, আর,সি, সি, স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন মো: মোর্শেদ আলম সহ ক্লাবের সকল প্লেয়ারের উপস্থিতিতে উপহার সামগ্রী টিম জার্সি তুলে দেন। এসময় তিনি বলেন, আমি মো: শাহিদ মিয়ার ছেলে আমার বাবা যে ভাবে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের খেদমত করে আপনাদের দরজায় মৃত্যু বরণ করেছেন। আমি সাইফুল ইসলাম পারভেজ সারা জীবন আপনাদের খেদমত করে যেতে চাই, ভালো কাজে বাধা আসবেই কিন্তু আমি আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ। আপনাদের টিমের যে কোনো সময় যে কোনো কাজে অন্য কেউ যদি আপনাদের পাশে না থাকে। আমি পারভেজ আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সারা জীবন আপনাদের খেদমত করে যেতে পারি। আপনারা যতো বেশি শারিরীক পরিশ্রম করবেন তথা, ব্যাবসা, কাজ-কর্ম এবং খেলাধুলার মধ্যে ব্যাস্ত থাকবেন, ততো বেশি মাদকদ্রব্য, সমাজের অনিষ্টতা থেকে আপনাদের দূরত্ব তৈরি হবে, আমি যুব-সমাজকে উৎসাহ প্রদান করি তারা যেনো সব সময় ভালো কিছুতে নিজেকে ব্যাস্ত রাখে, এতে দেহ-মন ভালো থাকবে এবং আমাদের নবীগঞ্জের উন্নতির একেকটা দরজা উন্মোচিত হবে। এইসময় শাখা-বরাক নদীটি ভবিষ্যতে পরিস্কার পরিচ্ছন্ন করার কাজে সহায়তা করার জন্যে সবার সাহায্য চান এবং এ ব্যাপারে উপস্থিত যুব-সমাজ সেচ্ছাসেবার মাধ্যমে সাইফুল ইসলাম পারভেজ’কে সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দেন।