ঢাকাFriday , 25 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মানিকগঞ্জে নকল চিপস উৎপাদন; নারীসহ গ্রেফতার ২

    দেশ চ্যানেল
    August 25, 2023 9:49 am
    Link Copied!

    মো: আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

    মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নকল চিপস উৎপাদনের দায়ে নারীসহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় নকল চিপস, উৎপাদনের যন্ত্রংশ, কাঁচামাল, প্যাকিং সরঞ্জামাদিসহ প্রায় চার লক্ষ একষট্টি হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।

    শুক্রবার (২৫ আগস্ট) সকালে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

    গ্রেফতারকৃতরা হলো,মানিকগঞ্জের ঘিওর উপজেলার পেচারকান্দা এলাকার আনছার আলী ওরফে আছের আলীর ছেলে নজরুল ইসলাম (৫২) ও তার স্ত্রী আকলিমা আক্তার পাখি (৩৮)।

    গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম জানিয়েছেন, অভিযুক্তরা নিজেদের বাড়িতে দীর্ঘদিন ধরে নকল চিপস তৈরি করে আসছিল। তারা এসমস্ত ভেজাল ও নকল চিপসগুলো আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এমন সংবাদে ডিবি’র উপ-পরিদর্শক বখতিয়ার হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম মানিকগঞ্জের ঘিওর উপজেলার পেচারকান্দা এলাকায় নজরুল ইসলামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তদের হাতেনাতে গ্রেফতার করে। এসময় একটি প্যাকিং মেশিন, একটি হাওয়ার মেশিন, ৩টি হ্যান্ড সিলিং মেশিন,৭টি লেমিনেটেড রোল, রংধনু ধনিয়া গুড়া, চিপসের প্যাকেট, ৫ বস্তা ভাঁজা চিপস, ৩ বস্তা কাচাঁ চিপস ও ১ বস্তা খেলনা (নন ফুড গ্রেড)উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ ৬১ হাজার ২শত টাকা।

    এবিষয়ে ঘিওর থানায় মামলা দিয়ে আসামীদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST