মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার.
মানিকগঞ্জের সদর উপজেলাধীন ‘জাগীর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই স্কুলের শিক্ষার্থীরা।
রোববার (২৫শে আগস্ট) মকিমপুর বাজার থেকে মত্ত গাবতলী পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থান নেয়। এ সময় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এ সময় ছাত্রছাত্রীরা ‘দফা এক দাবি এক, রফিকের পদত্যাগ’সহ নানা স্লোগানে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানান।
শিক্ষার্থীরা জানান, প্রভাব খাটিয়ে সিন্ডিকেট করে নানা অনিয়ম দুর্নীতি শুরু করেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিনা রশিদে অর্থ আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাত, কোচিং বাণিজ্য, উপবৃত্তির শিক্ষার্থী নির্বাচনে অনিয়মসহ নানা অনিয়ম দুর্নীতি করেন তিনি। এছাড়া প্রধান শিক্ষক কখনো শ্রেণিকক্ষে পাঠদান করতেন না। এমনকি কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে শাস্তি দিতেন। অভিভাবকদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন ওই প্রধান শিক্ষক।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী মুঠোফোনে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।