ঢাকাSunday , 27 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মানিকগঞ্জে ২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

    দেশ চ্যানেল
    August 27, 2023 8:41 am
    Link Copied!

    মো:আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ

    মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ও আলোচিত রুবেল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ওমর আলী (৬৬) কে গ্রেফতার করেছে র্যা ব। দীর্ঘ ২০ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক থাকার পর র্যা ব-৪ এর সিপিসি-৩মানিকগঞ্জ এর সারাশি অভিযানে শনিবার (২৬ আগস্ট )দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার সাভার উপজেলার বলিয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত ওমর আলী সিংগাইর উপজেলার গাজিন্দা এলাকার মৃত সোলেমানের ছেলে।

    রোববার (২৭ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যা ব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জএর কোম্পানী কমান্ডার লেঃ এম আরিফ হোসেন।

    র্যা ব জানায়, ওমর আলী ও ভিকটিম রুবেল একই এলাকায় বসবাস করতেন। ভিকটিম রুবেলের বাবা সামছুল হকের সাথে আগে থেকেই জমি-জমা নিয়ে ওমর আলীর বিরোধ ছিল। ২০০১ সালের ২৪ এপ্রিল সকাল ১০ টার দিকে জমির চাষাবাদকে কেন্দ্র করে ভিকটিম রুবেল ও ভিকটিমের বাবা সামছুল হকের সাথে ওমর আলীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বিরোধের জের ধরে ২০০১ সালের ২৬ এপ্রিল রুবেলকে রওশন আলীর মাঠে একা পেয়ে পূর্ব থেকে ওৎপেতে থাকা ওমর আলী ও তার সহযোগী ইব্রাহিম, রাজ্জাক, হানিফসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে রুবেলকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মাঠের দক্ষিণ পাশের নালায় বস্তায়বন্দি করে ফেলে দিয়ে পালিয়ে যায়।

    এঘটনায় ভিকটিমের বাবা সামছুল হক মিয়া বাদী হয়ে ওমর আলী ও তার সহযোগী ইব্রাহিম, রাজ্জাক, হানিফসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আসামীরা ১৭ মাস কারাবাস শেষে জামিনে মুক্তি পায়। এদিকে আসামী ওমর আলী জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়।

    মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ওমর আলী, ইব্রাহিম, রাজ্জাক এবং হানিফদেরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে চার্জশীটের ভিত্তিতে আদালত মামলার বিচারকার্য পরিচালনা করেন এবং পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রুবেল হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে চার্জশীটে অভিযুক্ত আসামী ওমর আলীকে যাবজ্জীবন সাজা প্রদান করেন এবং অপর আসামী ইব্রাহিম, রাজ্জাক এবং হানিফকে মামলা থেকে খালাশ প্রদান করেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ ।

    এরপর থেকে গত ২০ বছর ধরে ঢাকা জেলার আশুলিয়া ও সাভার থানা এলাকায় স্ত্রীকে নিয়ে আত্মগোপনে থেকে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে থাকে ওমর আলী। অবশেষে র্যা বের হাতে গ্রেফতার হয় আসামী ওমর আলী। গ্রেফতারের পর আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST