মেহেন্দিগঞ্জে কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দূর্ভোগে এলাকাবাসী।

Spread the love

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

বর্ষাকালে গ্রামের কাঁচা রাস্তাগুলো খানাখন্দ, গর্ত ও কর্দমাক্ত হয়ে যায়।এতে করে দূর্ভোগ পোহাতে হয় জনসাধারণের। আর এসব ব্যপারে নজরও নেই জনপ্রতিনিধিদেরও।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৮ নং চরগোপালপুর ইউনিয়নের মিটুয়া খেয়াঘাট থেকে মাদ্রাসা বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া মেহেন্দিগঞ্জের প্রতিটি এলাকার লাগবেও অবহেলিত বয়ে গেছে এই এলাকাটি।দেখলে মনে, এটি রাস্তা নয় ধানের চারা রোপণের জন্য হালচাষ করা হয়েছে। রাস্তাটির এমনই বেহাল দশা যে কোন গাড়ি চলাচল করতে পারেনা।এমনকি হেঁটে চলাচলের কোন অবস্থা নেই। প্রতিনিয়তই চরম দূর্ভোগের শিকার হচ্ছেন জনসাধারণ, স্কুল কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগীরা।এতে করে স্থানীয় জনসাধারণের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এলাকাবাসী দেশ চ্যানেলকে জানান,মেহেন্দিগঞ্জ উপজেলার ৮নং চরগোপালপুর ইউনিয়নের এই গ্রামে ৫০০০হাজার লোকের বসবাস।কিন্ত দীর্ঘদিন ধরে এই কাঁচা রাস্তা দিয়ে আামাদের চলাচল করতে হয় পুরো বর্ষায় কাঁদামাটি মাড়িয়ে রাস্তা দিয়ে চলাচল করা আমাদের জন্য চরম কষ্টের।ছেলে মেয়েদের স্কুল কলেজে যেতে কষ্ট হয়। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে কোলে করে নিতে হয়।রাস্তার বিষয়ে বিগত চেয়ারম্যান, মেম্বার দের কাছে অভিযোগ দিয়েছি কিন্তু কোন কাজ হয়নি।বর্তমানে আমরা নবনির্বাচিত চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *