মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
বরিশালের জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ (৩ এপ্রিল) বুধবার বেলা ১১.৩০ মিনিটের সময় মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের বাবুল দেওয়ানের নাতী মোঃ রাইম (৫) নানা বাড়ির পুকুরে পড়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়।
ঘটনাস্থলে গিয়ে জানাযায়, কয়েক বছর পুর্বে বাবুল দেওয়ানের মেয়ে সুরমা বেগমের সাথে ভান্ডারিয়ার মোঃ রুবেল হাং এর সাথে শরিয়ত মতে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে শিশু রাইমের জন্ম হয়। সুরমা বেগম ও রুবেলের সম্পর্ক ভালো না থাকায় ১ বৎসর পুর্বে সুরমা বেগম তার স্বামী হইতে তালাক প্রাপ্ত হয়ে ৪ বৎসরের শিশু রাইমকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। রাইমের মা ছেলের ভবিষ্যৎ চিন্তা করে শিশু রাইমকে মা ববার কাছে রেখে ঢাকায় কর্মজীবন শুরু করেন। শিশু রাইম নানা বাড়িতে খুব আদরেই ছিলেন। তারা বলেন, বুধবার সকাল ১০ টার সময় রাইম বাড়ির পাশের মাদ্রাসায় যায় মাদ্রাসা ছুটি দিলে রাইম বাড়িতে না আশায় রাইমের নানী নাইমকে তালাশ করে না পেয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন৷ এসে খোঁজা খুঁজি করে রাস্তার পাশে পুকুরে অর্ধ ডুবন্ত অবস্থায় দেখতে পায়।
পরবর্তীতে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বিষয়টি অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় মেম্বারকে জানানো হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।