মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
বরিশাল পুলিশ হেডকোয়াটার্স কর্তৃক নির্ধারিত অভিযানের অংশ হিসেবে মাননীয় পুলিশ সুপার, বরিশাল মহোদয়ের দিক-নির্দেশনা এবং মেহেন্দিগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ ইয়াছিনুল হক এর সার্বিক তত্ত্বাবাধনে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৭/০৫/২০২৪খ্রি. তারিখ মেহেন্দিগঞ্জ থানায় মুলতবী বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত এবং দীর্ঘ বছর যাবৎ পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে সড়ক ও নৌপথে বিরতিহীন অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানের ফলস্বরূপ দীর্ঘ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে পলাতক থাকা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী ১। মোঃ দেলোয়ার হোসেন, পিতা-আঃ রহিম মালতিয়া, সাং-ধুলিয়া মধ্যের চর, ২। মোঃ নুরুল হোসেন, পিতা-মৃত আরব আলী, সাং-পূর্বষাট্টি, ৩। মোঃ ফারুক হাওলাদার, পিতা-মোঃ ইউনুস হাওলাদার, সাং-চরহোগলা, ৪। রাজন মাঝি(২২), পিতা-গোবিন্দ মাঝি, সাং-চরহোগলা সর্ব থানা-মেহেন্দিগঞ্জ, জেলা-বরিশালদেরকে গ্রেফতার করে অদ্য ১৯/০৫/২০২৪খ্রি. তারিখ থানায় হাজির হয়। পরবর্তীতে আসামীদেরকে বিজ্ঞ
আদালতে সোপর্দ করা হয়।
এদিকে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন,
অপরাধীরা যতই চতুর ও কৌশলি হোক না কেন আইনের চোখ ফাকিঁ দেওয়া অসম্ভব। মেহেন্দিগঞ্জ থানা পুলিশ অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের আইনের হাতে সোপর্দ করতে বদ্ধপরিকর।