রাসেল কবির : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রিয়াজুর রহমানের বাবা ইন্তেকাল করেছেন।
আজ ভোর আনুমানিক সকাল ৫ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে পরিবার-পরিজনের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় বাবাকে হারিয়ে শোকাহত ইউএনও মোহাম্মদ রিয়াজুর রহমানসহ পরিবারের সকল সদস্য।
একজন নিবেদিতপ্রাণ, সৎ ও সমাজসেবী মানুষ হিসেবে তিনি এলাকায় ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তার মৃত্যুতে মেহেন্দিগঞ্জ ও কাজির হাট এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কাজিরহাট থানা প্রেসক্লাবের পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

