গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ-
গেল কয়েক বছরের বেহাল রাস্তা নিয়ে টানা ভোগান্তিতে পড়েছে গাইবান্ধা বাঁধের মাথা মিয়াপাড়া হয়ে কাউন্সিলের বাজারের মানুষগুলি।বেহাল রাস্তাটি যেন আজ তাদের জন্য নাভিশ্বাস হয়ে উঠেছে। তাইতো
রোববার “আর ভোগান্তি নয়, দ্রুত রাস্তা সংস্কার চাই”—এই দাবিকে সামনে রেখে সচেতন এলাকাবাসী গাইবান্ধা বাঁধের মাথায় (নতুন ব্রিজ) মানববন্ধনের আয়োজন করেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুল, খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
এসময় বক্তারা জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। জনগণের প্রাণের দাবি—এই গুরুত্বপূর্ণ রাস্তাটির দ্রুত সংস্কার করা।
এখানে স্থানীয় দুই ব্যক্তি জানায়, অনেক দিন থেকে আমরা এ রাস্তা নিয়ে ভোগান্তির স্বীকার। দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকায় গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।এতে চরম দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ হাজারো পথচারী ও যানবাহনের চালকরা।বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
পরিশেষে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া সকলেই জোর দাবি জানান, অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কটি সংস্কার করে মানুষের কষ্ট লাঘব করতে হবে।