ঢাকাSaturday , 20 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রাস্তা পারাপারের সময় বাস চাপায় বাবা-ছেলের মৃত্যু

দেশ চ্যানেল
April 20, 2024 1:41 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ বন্দর এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের চাপায় বাবা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে,আহত হয়েছেন মা। শনিবার(২০শে এপ্রিল)সকাল প্রায় ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন সুরেষ ডাকুয়া(৩৫) ও ছেলে রোকেশ ডাকুয়া(৭)।আহত হয়েছেন মা নিপু রায়(৩০)।নিহত সুরেষ ডাকুয়ার বাবার নাম নারায়ণ চন্দ্র ডাকুয়া।বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রেজাউল হক৷সুরেষের মরদেহ হাসপাতালে নিয়ে আসা কাঁচপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশ সদস্য মনির হোসেন ও আমজাদ হোসেন জানান-সকালে তারা খবর পান কেওঢালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় ৩ জনকে একটি বাস চাপা দিয়েছে।এই খবর পাওয়া মাএই তারা সেখানে গিয়ে দেখেন-ঘটনাস্থলে শিশুটি মারা গেছে।আহত স্বামী-স্ত্রী রাস্তায় কাতরাচ্ছেন। তখন দ্রুত তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।তবে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসক সুরেষ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন।আহত নিপু রায় জানান-তাদের বাড়ি ঝালকাঠির সদর উপজেলার খাজুরা গ্রাম।গ্রামে টেইলার্সের দোকান রয়েছে তার স্বামী সুরেষের।গত শনিবার গ্রাম থেকে স্বামী—সন্তানসহ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে“বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে”এসেছিলেন পূজার জন্য।সেখান থেকে আজ সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।পথে কেওঢালা বাসস্ট্যান্ডে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল বাবা ছেলে।আর তাদের পেছনে ব্যাগ হাতে পার হচ্ছিল শিশুটির মা।এসময় একটি বাস তাদের উপর উঠিয়ে দেয়।কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রেজাউল হক জানান-দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে৷ গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।শিশুটির লাশ ঘটনাস্থল থেকে থানায় নেয়া হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST