ঢাকাSunday , 18 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রৌমারী সীমান্তে বজ্রআঘাতে ১ যুবকের মৃত্যু।

Link Copied!

মোঃ আয়নাল হক রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধভাবে গরু পাচার কালে বজ্রআঘাতে শফিক (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়। গতকাল শুত্রবার রাত্রি সাড়ে ১০ টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুর চর গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত যুবক রৌমারী উপজেলার ভুন্দুর চর গ্রামের ফজলে রহিম এর ছেলে বলে জানা গেছে।

বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত্রি ১০ টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১০৬৬-৪ এস পিলারের ভুন্দুর চর সীমান্ত দিয়ে ভারতের নো-ম্যান্সল্যান্ডে প্রবেশের সময় হঠাৎ ভারি বৃষ্টি ও বজ্রপাতের শিকার হয় শফিক। এ সময় বজ্রআঘাতে অসুস্থ্য হয়ে পড়লে তার সহপাঠিরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক আহতকে দেখে প্রাণ হারিয়েছে বলে জানায়। এমন সংবাদ পেয়ে রৌমারী থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত ব্যাক্তির সুরুত হাল রিপোর্ট তৈরি করেন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বজ্রআঘাতে শফিক নামের এ যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। নিতহ শফিকের অকাল মৃত্যুতে এলাকাসহ পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST