ঢাকাWednesday , 26 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালার অবহিতকরন কর্মশালা।

দেশ চ্যানেল
November 26, 2025 3:00 pm
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধি

লাখাইয়ে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর রোজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মোঃ আক্তারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম।

উপজেলা কৃষি পূর্ণবাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে আয়োজিত অবহিতকরন কর্মশালায় উপলক্ষে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন,লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, উপজেলার বিসিআইসি ও বিএডিসি এর ২০ জন ডিলার,খুচরা ডিলারগণ।

অবহিতকরন কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ এর বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক আক্তারুজ্জামান বলেন লাখাই উপজেলার নিবন্ধিত ২০ জন ডিলার থেকে যাচাই-বাছাই করে ও সমন্বয় সাধন করে প্রতি ইউনিয়ন এর প্রতি ৩ টি ওয়ার্ডে একজন করে মোট ৫৪ টি ওয়ার্ডের জন্য ১৮ জন ডিলার নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সকল নিয়োগ প্রক্রিয়া ডিলারকে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।এ নিয়োগ প্রক্রিয়ায় নীতিমালার আলোকে প্রয়োজনীয় শর্ত পুরণ সাপেক্ষে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে নিয়োগ প্রক্রিয়া চুড়ান্ত করা হবে। ডিলার নিয়োগ প্রক্রিয়ায় একই ব্যক্তির নামে একটির বেশি ডিলারশীপ থেকে থাকলে বা তথ্যে কোন অসংগতি পরিলক্ষিত হলে তা বাতিল বলে গন্য হবে। ইতিপূর্বেকার খুচরা ডিলার এর কোন নিয়ম কার্যকর থাকবেনা। আগামী মার্চ মাসের মধ্যে খুচরা ডিলার গন তাদের জামনত ফেরত নিতে হবে এবং এর পর তারা সার ব্যবসা করতে পারবেন না।

এ বিষয়ে অবহিতকরন কর্মশালায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনুপম দাস অনুপ বলেন নীতিমালা অনুযায়ী সার ডিলারদের সমন্বয় সাধন করে ১৮ জন ডিলার নিয়োগ দানের প্রক্রিয়া গ্রহণ করা হবে। তিনি আরও নতুন নীতিমালা অনুযায়ী কোন ডিলার পর পর ২ মাস বা বছরে ৩ মাস তাদের নামে বরাদ্দকৃত সার উত্তোলন করতে ব্যর্থ হলে সে ডিলার এর নিয়োগ বাতিল ও জামানত বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST