ঢাকাMonday , 19 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় মিলেছে, কিন্ত মেলেনি হত্যার রহস্য।

দেশ চ্যানেল
May 19, 2025 10:44 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় অজ্ঞাত এক যুবকের (২৬) এর মরদেহ উদ্ধারের প্রায় ৩ ঘন্টা পর লোহাগড়া থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) যশোর যৌথভাবে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় ওই মরদেহের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে।

নিহত যুবক মোঃ সোহানুর ইসলাম সজিব জামালপুর সদর উপজেলার জালিয়ার গ্রামের মৃত মোঃ নুরুল ইসলাম বাচ্চু ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে , নিহত যুবক গত রবিবার (১৮ মে) বিকালে ঢাকার বাসাবাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাসায় ফেরে নাই। এরপর আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬ টার দিকে নড়াইলের লোহাগড়া

উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্হলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসময় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যশোর এর ইনস্পেক্টর মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে একদল পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ওই অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় সনাক্ত করতে সক্ষম হন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ঘটনাস্হল বাংলাদেশ রেলওয়ের সাথে সংশ্লিষ্ট থাকায় মরদেহ খুলনা রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে এবং সেখানেই সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তিনি জানান।তবে মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হয় নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST