ঢাকাSunday , 17 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত  আহত যুবক ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন

দেশ চ্যানেল
March 17, 2024 11:26 am
Link Copied!

জেলা প্রতিনিধিঃ( নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামে সন্ত্রাসী হামলায় রাজীবুল (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

 

রাজীবুল উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের সাখায়েত হোসেনের ছেলে।

 

এজাহার ও স্বজন সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজমিস্ত্রীর সাব-কন্ট্রাক্টর রাজীবুল লোহাগড়ায় রাজমিস্ত্রির সাব-কন্ট্রাকের কাজ শেষ করে শ্রমিকদের মুজুরির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আড়িয়ারা গ্রামের কবরস্থান ও আসরাফ মেম্বরের দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ইব্রাহিম মৃধা (৩৬), সাগর শেখ (৩৮), জামির শেখ (৩৬), সাদি শেখ (৩৮), ওমর শরিফ (৪০) আকসাদুল (২৩), সিজান শরীফ (২৩) সহ ২০/২৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা, ছ্যান দা, লোহার রড, বাঁশের লাঠিসহ রাজীবুলের উপর অতর্কিত হামলা করে কুপিয়ে, পিটিয়ে গুরুতর জখম করে৷ রাজীবুলকে আহত করে দূর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় রাজীবুলের ডাকচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

স্বজন সূত্রে আরও জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত লোকজন এ হামলা চালিয়েছে। এ সময় রাজীবুলের কাছে থাকা শ্রমিকের ৭৫ হাজার টাকা হামলাকারীরা ছিনিয়া লয়।

এ ঘটনায় আহত রাজীবুলের ‘মা’ মোসাঃ রেবেকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

 

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, এজাহার পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST