ঢাকাTuesday , 5 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা: জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী পালন।

দেশ চ্যানেল
August 5, 2025 2:00 pm
Link Copied!

প্রতিনিধি: ইব্রাহিম খলিল

জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে নাভারন বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া এই র‍্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে সাতক্ষীরা মোড়ে এসে শেষ হয় এবং সেখানেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

যেমন: যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ ও মামুনুর রশীদ,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দীন আহম্মেদ, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম,যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমাদুল হক ইমদা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান।

বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি ঐতিহাসিক মাইলফলক। শহীদদের রক্ত বৃথা যাবে না—এই দেশ অবশ্যই গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরে পাবে।”

র‍্যালি ও সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে উঠে এক বর্ণাঢ্য পরিবেশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST