শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শালিখায় গঙ্গারামপুর ইউনিয়নের রামান্দকাঠি গ্রামের সুইতলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়ালেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। আজ শনিবার দুপুরে ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে তাদের প্রত্যেকের হাতে চাল, ডাল, আলু, তৈল, শাকসবজিসহ নানাবিধ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান ইব্দুল হালিম মোল্যা, মাগুরা জেলা পরিষদের সদস্য মুন্সী আবু হানিফ, শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুরনবী, ইউপি সদস্য কুতুবুল আলম শানু প্রমূখ। এর আগে শুক্রবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে শোবারঘর পরে গোয়ালঘর ও রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে আব্দালঔ হোসেন, বিল্লাল হোসেন, উসমান ও নূর ইসলামের ৩ টি রান্নাঘর , ২টি শোবারঘর ও ১টি গোয়ালঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ভহাবহ এই এই অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ১০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খাদ্যদ্রব্য বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, অগ্নিকান্ডের ফলে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিকভাবে আমরা তাদেরকে কিছুটা সাহায্য করছি এবং পরবর্তীতে আরো সহযোগিতা করা হবে পাশাপাশি যে সমস্ত কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।