মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
৭ম বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মির্জা আজম বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট এর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার বিকালে বালিজুড়ী এস এম ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে
মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চাঁন, সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির ও দৌলত জামান দুলাল। তিনি আরো বলেন শেখ হাসিনা ক্ষমতায় থেকে দেখিয়ে দিয়েছেন বিরোধী দল ছাড়া বাংলাদেশে ৪২% ভোট পড়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সুষ্ঠ ভোট সম্ভব এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। উপজেলা নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন নেত্রী। সকল প্রার্থী শৃঙ্খলার মধ্যে নির্বাচনী কাজ করবেন কোন প্রকার কোন প্রার্থীর বিপক্ষে কথা বলবেন না।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুণ কুমার সাহা, আজহারুল ইসলাম, আতাউর রহমান আবু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল, শফিউল আলম ও রায়হান রহমতুল্ল্যাহ রিমু সহ উপজেলা,শহর,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।