ঢাকাMonday , 2 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
October 2, 2023 3:08 pm
Link Copied!

আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়া শেরপুরে প্রয়াত সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যাকাণ্ডের ১৯তম বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ অক্টোবর) বিকালে শেরপুর প্রেস ক্লাবের উদ্যোগে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ সংগঠনের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই নিহত দীপঙ্কর চক্রবর্তীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শেরপুর প্রসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজমগীর হোসেন, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সবুজ চৌধুরী, দৈনিক কালেরকণ্ঠের স্থানীয় প্রতিনিধি আইয়ুব আলী, পৌরসভার কাউন্সিলর সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, শারমীন আক্তার ও করুনা রানী ঘোষ বক্তব্য রাখেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য আব্দুল আলীম, শাহজামাল কামাল, সাংবাদিক ওমর ফারুক, তোফাজ্জল হোসেন, আবু জাহের, আব্দুল হামিদ, আব্দুল মোমিনসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল মান্নান। এদিকে ওই দিনটি উপলক্ষ্যে শেরপুর উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সকল সাংবাদিকগণ কালো ব্যাজ ধারন করেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২ অক্টোবর রাতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি উত্তরাঞ্চলের এই খ্যাতিমান সাংবাদিক নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হাতে খুন হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST