রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ১৩ আনসার ব্যাটালিয়নের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আনসারের ৬ সদস্য আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাজেকের হাউজ পাড়ায় উঁচু টিলা উঠার সময় এ দুর্ঘটনা ঘটে।
এতে ১৩ আনসার ব্যাটালিয়ন এর উপপরিচালক শফিকুল আলমসহ ০১ জন নায়েব সুবেদার, ০১ জন কোম্পানি কমান্ডার, ০১ জন ল্যান্স নায়েক এবং ০৬ জন সিপাহি আহত হয়।
জানা যায়, সাজেকে ১৩ আনসার ব্যাটালিয়নের ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে সাজেক হাউজ পাড়ায় ১৩ আনসার ব্যাটালিয়ন এর গাড়ী সাজেক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ীতে থাকা আনসার সদস্য মোঃ মারুফ সহ ৬ জন আহত হয়। দুর্গটনার খবর পেয়ে
আহত সদস্যদের উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সামান্য আঘাত প্রাপ্তদের সাজেক রিসোর্টে চিকিৎসা সেবা প্রদান করে সেনাবাহিনী।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন, আমার গাড়ী পেছনে ছিলো পাহাড় উঠার সময় হঠাৎ গাড়ীটি উল্টে গিয়ে সড়কের পাশে আম গাছে আটকে যায়। পরে গ্লাস ভেঙ্গে তাদের উদ্ধার করা হয়। আল্লাহ বড় দূর্ঘটনা থেকে রক্ষা করেছেন।
এ বিষয়ে জরুরি মুহূর্তে ১৩ আনসার ব্যাটালিয়নের কারো মন্তব্য পাওয়া যায়নি।