নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ ও পরিছন্ন কর্মীদের সাথে নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সর্বস্তরের জনপ্রিয় ও জণকল্যানে নিবেদিত সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
তার এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করায় হাসপাতালে আগত সেবা গ্রহীতা ও কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
সোমবার (৯ অক্টোবর) সকালে জনপ্রিয় এই সাংসদের উদ্যেগে আয়োজিত এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রতন লাল ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদুল ইসলাম, সহকারি পরিচালক সাইফুল ইসলাম।
অধ্যাপক ডাঃ মিল্লাত এমপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। তারাও এই অভিযানে নিজেদের সেরাটা দিয়ে সর্বদা কাজ করার অঙ্গিকার জানিয়েছেন।
চিকিৎসা নিতে আসা জেলার বিভিন্ন উপজেলার মানুষ সরকারি একটি হাসপাতালে এমন অভিযান দেখে অত্যন্ত খুশি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদুল ইসলাম বলেন, ডাঃ মিল্লাত এমপি মহোদয় আমাদের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি। তিনি চিকিৎসার ব্যাপারে খুবই পজিটিভ। মানুষজন যেনো শতভাগ সেবা পায়, সেজন্য শতভাগ পরিশ্রম করে আসছেন। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, সেজন্য নিজেই এতো সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন।
ডাঃ মিল্লাত এমপি বলেন, হাসপাতাল হচ্ছে মানুষের সুস্থ হওয়ার জায়গা। অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য, সবার আগে ভালো পরিবেশ দরকার। আমি ভেবেছি শুধু কর্মচারী নয়, কর্মকর্তা ও কর্মচারী সকলেই যদি একত্রিত হয়ে এই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেই তাহলে হাসপাতাল থাকবে পরিষ্কার। তাই এমন উদ্যোগ নিয়েছি।