সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের কর্মসূচি

Spread the love

নিত্যানন্দ মহালদার উপজেলা প্রতিনিধি খুলনাঃ

২০০৫ সালের ১৭ই অগাস্ট বাংলাদেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল।
১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

উক্ত কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেম আওয়ামীলীগ খুলনা জেলা শাখার সংগ্রামি সভাপতি ও জেলাপরিসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা হারুনুর রশিদ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী ,
খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী,বক্তব্য করেন বক্তব্য বলেন এদেশের স্বাধীনতা বিরোধী শক্তিরা এখনো চক্রান্তের জাল বিছিয়ে আছে যতই চক্রান্ত করুক না কেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে আগামী ৪০ সালের ভিতরে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের পরিণত করবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদ্য বিদায় যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামাল, সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তৃতা করেন এবং ভাতৃ প্রেম ও অঙ্গ সংগঠনের উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *