ঢাকাSunday , 3 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে চার(৪) দফা দাবী নিয়ে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন।

দেশ চ্যানেল
September 3, 2023 12:03 pm
Link Copied!

এম.আর সজিব সুনামগঞ্জ প্রতিনিধি :

ইন্টার্নশিপ বহাল এবং অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে মানববন্ধন করেন এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের ইন্টার্ন ডি.এম.এফ চিকিৎসকবৃন্দ।

রোববার (৩ সেপ্টেম্বর)দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরকারের কাছে তাদের চার দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে,ইন্টার্নশিপ বহাল সহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন,কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ ও বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।

শিক্ষার্থীরা জানান,তারা চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগসহ সারা দেশের মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুলের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের ধর্মঘট করছে।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন কেন্দ্রীয় ছাত্র সংসদের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জানাব মোঃ মাজহারুজ্জামান খাঁন, এতে আরো বক্তব্য রাখেন ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক মো: মেহেদি হাসান, সুমন মিয়া, ফজলে রাব্বি শুভ, সুমিত অধিকারী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST