ঢাকাTuesday , 13 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার শেখাতে পত্নীতলায় সচেতনতামূলক কর্মশালা।

দেশ চ্যানেল
January 13, 2026 5:02 pm
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ।

নওগাঁর পত্নীতলায় তরুণ প্রজন্মকে নিরাপদ ও সচেতনভাবে ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করতে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে জেলা ফোর্ব ফোরাম ও ইয়ুথ নেটওয়ার্ক, নওগাঁ-এর আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ ফিরোজ আল মামুন। ইয়ুথ ফাসিলিটেটর শাহরিয়া শাকিল, আঃ রহিম, ফোর্ব ফোরাম সমন্বয়কারী রনি ইসলাম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মোঃ আমিনুল ইসলাম, দি হাঙ্গার প্রোজেক্টের এলাকার সমন্বয়কারী আসির উদ্দীনসহ আরো ও অনেকে উপস্থিত ছিলেন।

এখানে অতিথি হিসেবে সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন তিনি তার বক্তব্যে বলেন:”বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে এর অপব্যবহার ব্যক্তি ও সমাজ জীবনে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। গুজব প্রতিরোধ, সাইবার বুলিং থেকে দূরে থাকা এবং তথ্যের সঠিকতা যাচাই করে শেয়ার করার মাধ্যমেই আমরা একটি সুস্থ ডিজিটাল সমাজ গড়ে তুলতে পারি।”

দিনব্যাপী এই কর্মশালায় উপস্থিত তরুণ ও যুবকদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়: গুজব প্রতিরোধ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের সত্যতা যাচাই করার উপায়। নিরাপদ ব্রাউজিং ব্যক্তিগত অ্যাকাউন্টের সুরক্ষা এবং পাসওয়ার্ডের গোপনীয়তা বজায় রাখা।নৈতিক ব্যবহার অন্যদের প্রতি শ্রদ্ধাশীল থেকে গঠনমূলকভাবে মতামত প্রকাশ করা।আইনি সচেতনতা সাইবার অপরাধের ধরণ এবং দেশের প্রচলিত আইন সম্পর্কে প্রাথমিক ধারণা।

আয়োজক সংস্থা জেলা ফোর্ব ফোরাম ও ইয়ুথ নেটওয়ার্ক-এর প্রতিনিধিরা জানান, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং তরুণদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে তারা জেলাজুড়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST