নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা( খুলনা) প্রতিনিধিঃ
‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ এই পতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় যুব দিবস পালন- ২০২৩ উপলক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে। ১ নভেম্বর বুধবার বেলা ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ অডি টরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করে যুব উন্নয়ন। উক্ত অনুষ্ঠানে, যুব ঋণের চেক ও প্রশিক্ষন সনদ বিতরন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বকর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম। সভায় বিশেষ ভাবে আলোচনা হয় যুবকদের বিভিন্ন উন্নয়ন মুখি কর্মসংস্থানের বিষয়,যেকোন উন্নয়ন মুখি কাজে যুবউন্নয়ন আপনাদের পাসে আছে। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক,সাংবাদিক ইমরান হোসেন,সাংবাদিক তরিকুল, সাংবাকিক অরুপ জোয়ার্দার,মিঠুন রায় প্রমুখ সহ যুবক যুবতিরা।