মোঃ মশিউর রহমান সুমন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর শাহজাহানপুর থানায় করা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় তার এ রিমান্ড দেন আদালত।
বুধবার (১নভেম্বর) বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন এ আদেশ দেন।
এর আগে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই নূর ইসলাম এই রিমান্ড আবেদন করেন।
অপর দিকে আসামিপক্ষে রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আইনজীবীরা। এছাড়াও রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবু রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন বিচারক।