মোঃরইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :
চাওয়া যেন পাওয়া হয়,পরীক্ষা যেন ভালো হয়,কল্পনা যেন বাস্তব হয়,ছাত্র-ছাত্রীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়-সোনারগাঁ আইডিয়াল অ্যাসোসিয়েশনের(সিকা)সভাপতি মোঃ কামাল মোল্লার এই স্লোগানে,নারায়ণগঞ্জ সোনারগাঁ আইডিয়াল এসোসিয়েশন(সিকা)কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২৩ ইং অনুষ্ঠিত হয়েছে।সময়সূচী অনুযায়ী এই বৈরী আবহাওয়ার মধ্যে শুক্রবার সকাল ১০টা থেকে সোনারগাঁও সরকারি কলেজের অনার্স ভবনে এ বৃত্তি পরীক্ষা আরম্ভ হয়।তবে পরীক্ষার্থীর সকল অভিভাবকগণ সকাল ৯ টা ৩০ মিনিটের মধ্যেই কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের নিয়ে হলে প্রবেশ করেন।ইংরেজি ও বাংলা মাধ্যমে ৩ টি বিষয়ে বৃত্তি পরীক্ষার সময় সূচী ছিল ৩ ঘন্টা।বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন আইডিয়াল এসোসিয়েশনের(সিকা)প্রধান উপদেষ্টা সোনারগাঁও সরকারি কলেজের অধ্যাক্ষ আশরাফুজ্জামান অপু, খন্দকার দীল আফরোজ,শাহ আলী,কবি রহমান মুজিব।আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ আইডয়াল এসোসিয়েশনে(সিকা)সভাপতি কামাল মোল্লা,সাধারণ সম্পাদক সিকান্দার আলী মাষ্টার সহ উপজেলার প্রতিটি কিন্ডারগার্ডেনের শিক্ষক ও শিক্ষিকারা।বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার পর প্রধান উপদেষ্টাবৃন্দ বিভিন্ন হল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কিন্ডারগার্টেন গুলো হচ্ছে-হাইকেয়ার কিন্ডারগার্টেন,লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন,স্টার ফ্লাওয়ার এস.আর কিন্ডারগার্টেন,সোনারগাঁ খালেক আঞ্জুমান কিন্ডারগার্টেন,সানরাইজ কিন্ডারগার্টেন, পিরোজপুর আইডিয়াল কিন্ডারগার্টেন,সোনারগাঁ হলিচাইল্ড কিন্ডারগার্টেন,ঝাউচর ফুলকলি কিন্ডারগার্টেন, মেঘনা আইডিয়াল কিন্ডারগার্টেন,রেনেসাঁ কিন্ডারগার্টেন,মর্নিংসান কিন্ডারগার্টেন, রূপায়ন মডেল স্কুল, সোনারগাঁ কিন্ডারগার্টেন,আলহাজ¦ হাফিজুর রহমান মোল্লা কিন্ডারকার্টেন,অগ্নিবীনা কিন্ডারগার্টেন,আলহেরা ইসলামী কিন্ডারকার্টেন, বীর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল স্কুল,আলহাজ্ব হাবিবুর রহমান বিদ্যানিকেতন,উদয়ন আদর্শ বিদ্যানিকেতন, গ্রীন চাইল্ড কিন্ডারগার্টেন,মুনলাইট কিন্ডারগার্টেন,এ.এস.বি কিন্ডারগার্টেন,চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুল,চরকামালদী এম.এ মান্নান উচ্চ বিদ্যালয়,হাজী মিসির আলী কিন্ডারকার্টেন, ক্রডিবল মডেল স্কুল,চাইল্ড প্যারাডাইস কিন্ডারগার্টেন,রিয়াদ কিন্ডারগার্টেন, সানরাইজ কিন্ডারগার্টেন-১,আল আকসা কিন্ডারগার্টেন,ইকরা মডেল স্কুল,প্যারামাউন্ট কিন্ডারগার্টেন, বেবি কেয়ার কিন্ডারগার্টেন,ইকরা মাদরাসা এন্ড কিন্ডারগার্টেন এবং সানরাইজ কিন্ডারগার্টেন-২।প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন-এবছর সোনারগাঁয়ে উপজেলায় মোট ৩৫টি কিন্ডারগার্টেনের ৭২৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করছে।সকাল থেকে বৃষ্টি হলেও শিক্ষার্থীরা স্বতস্ফুর্ত ভাবে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।আমার কলেজের পক্ষ থেকে অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীদের সবাইকে ধন্যবাদ জানাই।উপদেষ্টা ও কলেজ প্রভাষক দীল আফরোজ বলেন,করোনার পর থেকে যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে ছিলো তারা এই শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে আরো তরান্বিত হবে। আমি মনে করি প্রত্যেক শিক্ষার্থীই একটি মডেল হবে একজন শিক্ষক বা শিক্ষিকার মডেল।