জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে আমাদা গ্রামে প্রতিষ্ঠিত আমাদা নুরানী মাদ্রাসা। আজ ও লাগেনি কোন উন্নয়নের ছায়া।
সোমবার ১২ ফেব্রয়ারী সরোজমিন ঘুরে জানাগেছে এলাকার কমলমতি শিক্ষার্থীরা এই ধর্মীয় প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষা, বাংলা, ইংরেজি, অংক,সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষা দান করেন। ছোট্ট একটি জরাজীর্ণ ভবনে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়। এই প্রতিষ্ঠান ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৩০ টি বছর পার হলেও এখনো পর্যন্ত লাগেনি কোন উন্নয়নের ছোয়া। ছাত্র / ছাত্রীদের নেই কোন ভালো আসন ব্যাবস্থা।
ওই এলাকার সাগর শেখ,মোরশেদ মৃধা, মুকুল হোসেন, চিন্ট মিয়া,আকসির মোল্যা সহ অনেকে বলেন আমাদের মাদ্রাসা অনেক পুরাতন,এখানে কোন উন্নয়ন হয় নাই। আমাদের জোর দাবী আমাদের এমপি মাশরাফি বিন মর্তুজা যেন তার উন্নয়নের হাত বাড়িয়ে দেন।
ওই মাদ্রাসার সুপার মোঃ আব্দুল হালিমের সংগে কথা হলে তিনি বলেন এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান টি ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এলাকার মানুষের নিকট থেকে সাহায্য নিয়ে এ পর্যন্ত এসেছি। আমি সরকার ও সমাজের বৃত্তবানদের প্রতি অনুরোধ করছি তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে উন্নয়নের শরীক হওয়ার জন্য অনুরোধ করছি।
ওই মাদ্রাসার সভাপতি সরদার রইচ উদ্দিন টিপু বলেন এই ধর্মীয় প্রতিষ্ঠানটি জরাজীর্ণ অবস্থায় টিমেতালে চলছে। এখানে ১৮০ জন ছাত্র ছাত্রী লেখাপড়া করে। এদের ভালো আসন ব্যাবস্থা নাই। যে ভবনটি আছে তা খুব জরাজীর্ণ। আমি নড়াইল ২ আসনের এমপি এবং সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা ও স্থানীয় বৃত্তবান সহযোগিতা কামনা করছি।