ঢাকাTuesday , 3 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন শারদীয় দুর্গাপূজা-উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশ চ্যানেল
October 3, 2023 10:56 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইল সদর থানা কম্পাউন্ডে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্তে
মঙ্গলবার(৩ অক্টোবর) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম ডিআইজি ঢাকা রেঞ্জ মহোদয় কর্তৃক প্রদত্ত পূজামন্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা গুলো পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের সাথে আলোকপাত করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরফুদ্দীন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), টাঙ্গাইল, বিশেষ অতিথি মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), টাঙ্গাইল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন দে, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও অধ্যক্ষ বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল, সভাপতিত্ব করেন মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম, অফিসার ইনচার্জ টাঙ্গাইল সদর থানা টাঙ্গাইল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ কুমার দাস ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার দাস। সভার প্রধান অতিথি আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে কিংবা দুর্গাপূজায় গুজব ছড়াতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল্ পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার সহ থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান অতিথি ও বিশেষ অতিথি পূজা উদযাপন কমিটির সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে প্রাক পূজা, পূজা চলাকালীন ও পূজা পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতার ও পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, অত্র থানাধীন সকল ইউনিয়নের চেয়ারম্যানগন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন এবং টাঙ্গাইল সদর থানায় কর্মরত সকল বিট অফিসারগণসহ আরও স্থানীয় ৩০০/৩৫০ জন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST