লাখাই উপজেলা প্রতিনিধি
“ইউনাইটেড ফর লাখাই” এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারী) উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ৪০ জন শীতার্তদের মাঝে “ইউনাইটেড ফর লাখাই” এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন চৌধুরী বুলবুল, আলহাজ্ব মোস্তফা কামাল খসরু, ইয়াহিয়া তালুকদার, গোলাম রাব্বানী শাকির,বিল্লাল তালুকদার, রাহিমুল হাসান চৌধুরী, নুরুল হুদা ও ফাইজুল ইসলাম প্রমূখ।
“ইউনাইটেড ফর লাখাই” সংগঠনের প্রধান সমন্বয়ক কাউসার মোমিন এর আন্তরিক প্রচেষ্টায় লাখাই ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য “ইউনাইটেড ফর লাখাই” সংগঠন এর নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান গোলাম রাব্বানী শাকির এবং ভবিষ্যতে ও “ইউনাইটেড ফর লাখাই” এর নেতৃবৃন্দ গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে দাঁড়াবেন ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন গোলাম রাব্বানী শাকির।
উল্লেখ্য যে,শীতবস্ত্র বিতরণের পাশাপাশি একই দিনে লাখাই দিবস পালন করেন ইউনাইটেড ফর লাখাই।

