মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ
ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে পানছড়িতে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা ও সনদ বিতরন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারী সোমবার সকাল ১১টায় পানছড়ি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও সনদ বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার।
পানছড়ি ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মুহাম্মাদ ইউসুফ বাহার এর সভাপতিত্বে সভায় প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, দারুল আকরাম মাদ্রাসার প্রধান শিক্ষক হাঃ মাওঃ নুরুজ্জামান ও মুসলিম নগর জামে মসজিদের খতিব হাঃ মোঃ আঃ ছাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ কেয়ার টেকার ইসমাইল বিন ইউসুফ।
প্রতিযোগীতায় চারটি মাদ্রাসার হাফেজগন অংশ করেন, এতে তিন বিভাগে মোট ৯ জন উত্তীর্ন হয়েছেন।