আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইদেরকে ইসলামের পরিপূর্ণ বিধান নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখতে হবে। কারন ইসলামের যথার্থ জ্ঞান অর্জন ছাড়া ইসলামি নেতৃত্ব সমাজে বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন, দেলোয়ার হোসেন। তিনি আরো বলেন যে, শ্রমিকদের সেবায় বেড়া উপজেলা শ্রমিক নেতৃবৃন্দকে আরো বেশি ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলার উদ্যোগে সকাল ২৪জানুয়ারী, ২০২৫, শুক্রবার, সকাল ৮ টায়, উপজেলা নির্বাহী পরিষদ এবং প্রতিটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ দের নিয়ে উপজেলা সভাপতি আবুজর গিফারীর সভাপতিত্বে দিনব্যাপী এক শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলা উপদেষ্টা, মাওলানা আতাউর রহমান। জনাব আতাউর তার বক্তব্যে বলেন, তৃণমূল সংগঠন মজবুতিকরণ ও বাস্তবভিত্তিক সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটা সংগঠন তার কাঙ্ক্ষিত লক্ষ্য পৌছাতে সক্ষম। তাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দকে উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড, গ্রাম পর্যন্ত প্রতিটি স্তরে স্তরে সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। তিনি তার বক্তব্যে বেড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রমের গতিশীলতার প্রশংসা করেন।
উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান মোল্লার সঞ্চালনায়, মোহাম্মদ তোবারক হোসেন সজলের অর্থসহ কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন আবুজর গিফারী, সভাপতি, বেড়া উপজেলা।
এরপর দারসুল কুরআন পর্বে, সূরা হুজরত এর দারস পেশ করেন মাওলানা আতাউর রহমান। শিক্ষা শিবির কে বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষামূলক আলোচনার দ্বারা সাজানো হয়।