যোগেশ ত্রিপুরা( রামগড় প্রতিনিধি)
খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলায় স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রর্দশনী অনুষ্ঠিত হচ্ছে।
আজ ১৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ঃ০০ঘটিকায় রামগড় উপজেলা মিলনায়তনে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও উপজেলা মিলনায়তন প্রাঙ্গণে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রর্দশনী অনুষ্ঠিত হয়।এই প্রদর্শনীটি আজ থেকে আগামীকাল,এবং সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামগড় উপজেলার নির্বাহী অফিসার মমতা আফরিন / সহকারী কমিশন (ভূমি) মানস চন্দ্র দাস। আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,বাস্তবায়নে রামগড় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।অনুষ্ঠানটি শুভ উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের সুযোগ চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্মকর্তা বৃন্দ। আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রামগড় পৌর সভার কাউন্সিল রামগড় উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক /শিক্ষিকা ও রামগড় উপজেলার সাংবাদিক ও প্রমূখ।
সেমিনারে বক্তরা বলেন যে বাংলাদেশ সরকার উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রর্দশনী আয়োজন করচ্ছে।এই সেমিনার ও প্রদর্শনীর মাধ্যমে কৃষি বিপণনে টিস্যু কালচারের মাধ্যমে রোগমুক্ত বীজ উৎপাদন ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেন। যেমন মাইক্রো টিুুউবার ব্যবহারে করে চাষাবাদ প্রক্রিয়া, গবেষণাগারের অল্প জায়গায় বেশি গাছ তৈরি করে প্রকৃতির এই শূন্যতা পূরণ করা যায় এবং নিম, সাজিনা, বাসক, হাতজোড় গাছের ওষুধি হিসেবে উপকারী দিকগুলো আলোচনা করা হয়। তারা আরো উল্লেখ করেন উন্নত চুলা,বায়োগ্যাস প্লান্ট তৈরি ও স্থাপন এবং স্থান নির্বাচন, বায়েগ্যাস ব্যবহার, বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণ, বায়োগ্যাস রেসিডিউ এর ব্যবহার সহ বায়োগ্যাস প্লান্টের রক্ষণাবেক্ষণ ও গ্যাস ব্যবহারের নিয়মাবলি গুলো ধারণা পোষণ করেন। তিনি আরো বলেন যে এই কার্যক্রম উদ্যোগ গ্রহণ পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নে সহযোগিতার বজায় রাখবেন বলে জানান।
পরিশেষে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রর্দশনী স্টল পরিদর্শন করেন রামগড় উপজেলা পরিষদের সুযোগ চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।