যশোর শার্শা প্রতিনিধি:ইব্রাহিম খলিল
শার্শা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উলাশী মাধ্যমিক বিদ্যালয়ে আজ সোমবার (৭ জুলাই ২০২৫) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫।
উক্ত কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সুযোগ্য সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ জাহাঙ্গীর আলম। তার নেতৃত্বে বিদ্যালয়ের প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনসুর আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মাওলানা জাহাঙ্গীর আলম, অভিভাবক প্রতিনিধি মোঃ মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবিরসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রছাত্রীবৃন্দ।
প্রধান শিক্ষক ও সভাপতি একত্রে বিভিন্ন স্থানে চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন।
এ সময় বক্তারা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি করার আহ্বান জানান।