ঢাকাWednesday , 21 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

একুশের চেতনায় “ক্লিন সিরাজগঞ্জ’ গ্রীন সিরাজগঞ্জের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ 

দেশ চ্যানেল
February 21, 2024 10:58 am
Link Copied!

নজরুল ইসলাম:

২১’ আমার চেতনা, ২১’ আমার অহংকার এই প্রতিপাদ্যকে ধারন করে ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১’কে আরো স্মরণীয় রাখতে সিরাজগঞ্জে একমাত্র পরিবেশবাদী সংগঠন “ক্লিন সিরাজগঞ্জ’ গ্রীন সিরাজগঞ্জ”এর আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে শহরের অন্যতম বিদ্যাপীঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে আশিক আহমেদ এর পরিচালনায় সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং ক্লিন সিরাজগঞ্জ, গ্রীন সিরাজগঞ্জের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর করুনা রানী সাহা তিনি তার প্রধান অতিথির বক্তব্যে বলেন,

ক্লিন সিরাজগঞ্জ, গ্রীন সিরাজগঞ্জ” আমাদের সমাজের জন্য অসংখ্য ইতিবাচক উদাহরণ তৈরি করে যাচ্ছে আজকের কুইজ প্রতিযোগিতা তার মধ্যে অন্যতম। শিক্ষিত ও মেধাবী জাতি গঠনে এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবীদার বলে তিনি উল্লেখ করেন।

 

এ সময় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা সনদ, শিক্ষা উপকরণ এবং সংস্থার ক্যালেন্ডার উপহার দেয়া হয়।

এ বিষয়ে সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিক আহমেদ বলেন, এই শিক্ষা বান্ধব কর্মসূচি গুলো আমাদের সংস্থার নিয়মিত কাজের অংশ। অমর একুশে ফেব্রুয়ারির এই আয়োজনটির প্রতিপাদ্য হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা সহ সকল দেশের সকল আঞ্চলিক ভাষার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক সামিনা ইসলাম নীলাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে কুইজ প্রতিযোগিতা শেষ করে শহিদদের স্মরনে শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST