মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:
এগিয়ে চলি শান্তির পথে বন্ধুত্ব অটুট থাকুক সারাজীবন এই স্লোগান কে সামনে রেখে এসএসসি ব্যাচ ১৯৯৮ এর ছাত্র ছাত্রীদের নিয়ে পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ই মাচ ২০২৫ ধরমপুর মহাবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।অনুষ্ঠানে ১৯৯৮ ব্যাচ এর ছাত্র জনাব আরমান কবির সুজনের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত দেশ বাসির জন্য দোয়া করে শুরু করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইউনুছ আলী মোল্লা, আরো উপস্থিত ছিলেন ১৯৯৮ এসএসসি ব্যাচের ছাত্র ছাত্রী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব ইউনুস আলী মোল্লা বলেন এখানে উপস্থিত সকল ছাত্র আমার প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে আমি অত্যন্ত আনন্দিত যে তারা এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আগামীতে তারা যেন আরো সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারে এজন্য আমি সকলের জন্য দোয়া ও শুভ কামনা করি।
সভাপতির বক্তব্যে জনাব আরমান কবির সুজন বলেন আমরা ঈদের পর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করব তাই আজকের এই প্রস্তুতিমূলক ইফতার মাহফিল। আমরা সকলে চাই ধর্ম বর্ণ দল-মত নির্বিশেষে আমরা সকলে বন্ধুত্ব বজায় রেখে সামনের এগিয়ে চলতে। সকল ১৯৯৮ ব্যাচের সুস্থতা ও সফলতা কামনা করছি।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                