ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা উচ্চ বিদ্যালয়ে প্রাচীর নির্মাণ কাজকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্হানীয় কয়েকজন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্হানীয় একজন বিএনপি নেতার উদ্যোগে ঠিকাদার ও শ্রমিকদের ওপর চাপ প্রয়োগ করে সরকারি একোয়ারকৃত সড়কের জায়গার ভেতরে প্রাচীর নির্মাণের নির্দেশ দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলজিইডি কর্তৃক একোয়ার করা রাস্তার জায়গার ভেতরেই বর্তমানে প্রাচীর নির্মাণ করা হচ্ছে। অথচ সড়কের নির্ধারিত সীমানা থেকে প্রায় আড়াই থেকে তিন ফুট ভেতরে প্রাচীর তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান শিক্ষক। এতে প্রকৌশলী ও ঠিকাদারদের মতামত উপেক্ষা করে নিজের ইচ্ছামতো কাজ করানোর চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানায়, প্রাচীর নির্মাণের ফলে সরকারি সড়কের পাশের গাছপালা কেটে ফেলার আশঙ্কা তৈরি হয়েছে। এতে একদিকে সরকারি সম্পদের ক্ষতি, অন্যদিকে সড়কের জায়গা সংকুচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা প্রশ্ন তুলেছেন — “একজন প্রধান শিক্ষক কীভাবে সরকারি জায়গায় এমন নির্মাণ কাজের নির্দেশ দেন?”
ঠিকাদার সংশ্লিষ্টরা জানিয়েছেন, এভাবে প্রাচীর নির্মাণ করা হলে ভবিষ্যতে সড়ক প্রশস্ত করার সময় প্রাচীর ভাঙতে হতে পারে। এতে সরকারের অর্থ অপচয়ের পাশাপাশি ঠিকাদারও বিপাকে পড়বেন।
স্থানীয় সচেতন মহল বলছে, প্রধান শিক্ষকের এই ‘স্বেচ্ছাচারিতা’ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অচলাবস্থা সৃষ্টি করতে পারে। তারা দ্রুত তদন্ত ও উপজেলা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন, যেন সরকারি নীতিমালা ও সীমানা অনুযায়ী নির্মাণ কাজ সম্পন্ন হয়।