রাসেল কবির,কাজিরহাট প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা লতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর সোনাপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত্যু নুরুল ইসলামের ছেলে হুমায়ুন মৃধা ২৭ বছর ৬ই সেপ্টেম্বর দুপুর ১ ঘটিকার সময় নিজের বসতঘরের উপরে রেন্টি গাছে উঠে ডাল কাটার জন্য। ডাল কাটার সময় একটি ডাল বৈদ্যুতিক তারের উপর পড়ে তার ছেড়ে মাটিতে পড়ে যায় উঠানে । ওই বৈদ্যুতিক তার ছিল বসত ঘরের সংযোগ হতে বৈদ্যুতিক খামবার খুঁটিতে। হুমায়ুন মৃধা গাছ থেকে নেমে ওই তার হাত দিয়ে সরাতে যায় তাৎক্ষণিক বিদ্যুতে জর হয়ে যায়। পাশে ছিল হুমায়ুন মৃধা ভাই বেলাল হোসেন ও মেহেদী হাসান তাৎক্ষণিক গামছা দিয়ে তার প্যাচ সরিয়ে ফেলে দিয়ে।অপরদিকে হুমায়ুন মৃধা গুরুতর আহত হয়। ভাই ও বাড়ির লোকজন মিলে তাৎক্ষণিক মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় কর্তব্যরত ডাক্তার হুমায়ুন মৃধাকে মৃত্যু ঘোষণা করে।