রাসেল কবির কাজিরহাট থানা প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা লতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদয়পুর গ্রামের উদয়পুর সুইজগেট জামে মসজিদের মুয়াজ্জেম রুহুল আমিন মিয়া ৬৩ বছর খালে পড়ে মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। নিহতর পরিবার জানায় ৩১ শে আগস্ট রবিবার দুপুর আনুমানিক ৪৫ মিনিট সময় বাসা থেকে বের হয় নিজেদের পালিত ছাগলের জন্য গাছের ডালপালা আনিতে যায়। অপরদিকে যোহরের আযানের সময় হয়ে গেছে বাসায় ফিরে আসেনি। সুইজগেট জামে মসজিদের নিয়মিত মোয়াজ্জেম তিনি ওই মসজিদে আজান পেশ করেন। নিহতর ছোট ছেলে মিশকাত বাবাকে খোঁজাখুঁজি করে দেখতে পায় মসজিদ সংলগ্ন খাল ওখানে পড়ে আছে বাঁশের কঞ্চি ওই কঞ্চি নিয়ে গেছে বাড়ি থেকে। ছাগলের জন্য গাছের ডালপালা সংগ্রহ করার জন্য। ছেলে মিশকাত খালে নেমে বাবাকে খোঁজাখুঁজি করে একপর্যায়ে তার পায়ে অনুভূতি হয়। ডুব দিয়ে বাবাকে পানি থেকে উঠানোর চেষ্টা করে তার চিৎকারে স্থানীয় সেলিম তালুকদারের ছেলে আলহাজ্ব পানিতে নেমে উঠায়। তাদের চিৎকার স্থানীয় লোকজন ও মুসল্লীগণ দেখতে পায় শেষে বাড়ি নিয়ে আসে। স্থানীয়রা ও মুসলিমসহ নিহতের পরিবাররা জানিয়েছে রুহুল আমিন মিয়া ধার্মিক লোক মসজিদের মোয়াজ্জেম দায়িত্ব পালন করে আসছে তার মিরকি ভাই রোগে আক্রান্ত দীর্ঘ বছর যাবত আমরা এ বিষয়ে কাউকে তাই করিনা।