মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার ৭০০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ(২৭ ডিসেম্বর) শুক্রবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সর সম্মেলন কক্ষে এ কম্বল বিতরণ করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সমন্বয়ক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন,
মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক জাহান্দার আলী জাহান,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মুন্সি, জেলা মুক্তিযোদ্ধা সমন্বয়ক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম কাজী,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোফাচ্ছিল সিকদার,বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আকন,বীর মুক্তিযোদ্ধা আঃ হান্নান সরদার সহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।