মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
পরিবেশ দূষনের অভিযোগে মাদারীপুরে কালকিনিতে মো. সোহেল মৃধা-(৩৮) নামে এক প্লাস্টিক কারখানর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরিফীনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগীতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আজ রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এদিকে প্লাস্টিকের কারখানায় প্রশাসনের অভিযান অব্যহত রাখার জন্য জোর দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, পৌর এলাকার ঠেংগামারা গ্রামের মো. আলমগীর মৃধার ছেলে মো. সোহেল মৃধা একটি প্লাস্টিক কারখানা তৈরী করে স্থানীয় পরিবেশ দূষন করে আসছেন। এ খবর পেয়ে ওই কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন। এদিকে পরিবেশ দূষনের কারনে প্লাস্টিকের কারখানায় প্রশাসনের অভিযান অব্যহত রাখার জন্য জোর দাবী জানিয়েছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় জনসাধারন বলেন, স্থানীয় প্রভাবশালী সোহেল মৃধা প্লাস্টিক কারখানা তৈরী করে পরিবেশ দূষন করছেন। আমরা এ ধরনের কারখানা বন্ধের দাবি জানাই।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, প্লাস্টিক কারখানায় পরিবেশ দূষনের কারনে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।