মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। আজ বৃহস্পতিবার সকালে কালকিনি থানা, পৌরসভা, উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিস কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে সারাদেশের ন্যায় উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহাবুবা ইসলাম, কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা, কালকিনি আনসার ও ভিডিপি অফিসার মো: রবিউল ইসলাম এবং কালকিনি আনসার ও ভিডিপি ব্যাংক এর ব্যাবস্থাপক মো: হেজাজ প্রমুখ।