মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্যদিয়ে দীর্ঘ ১৭ বছর পর মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (১ জানুয়ারী) দুপুরে কালকিনি ও ডাসার উপজেলা যৌথভাবে ডাকবাংলো চত্বর থেকে উপজেলা ছাত্রদলের আয়োজনে ব্যানার, ফেস্টুন, ধানের শীষ নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
কালকিনি উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম হাওলাদার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মুন্সি।
পরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হাসপাতালে চত্বরে শেষ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক হাসান হাওলাদার, কলেজ ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব শাহীন বেপারী, ডাসার উপজেলা ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন, সদস্য সচিব মাইদুর রহমান রুবেল সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী ও বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।