রশিদুল ইসলাম
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি (লালমনিরহাট)
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্বামী। সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি গ্রামের মুনির হোসেনের স্ত্রী রিনা খাতুন(২৬)ও ছেলে রাইয়ান (২) ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় কালীগঞ্জ থেকে বিয়ের দাওয়াত খেয়ে স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন মুনির। পরে কাকিনা চাপারতল পুলিশ বক্সের সামনে আসলে পেছন থেকে একটি পাথরবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এ সময় তার স্ত্রী রিনা খাতুন ও ছেলে রাইয়ান ছিটকে ট্রাকের নিচে পড়ে যায়। সেখানে পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                