জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ০১জন মোটরসাইকেল আরোহী নিহত এবং তার সঙ্গীয় আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার(১লা ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার সময় শহরের কলাহাটা মোড়ে (ঢাকা খুলনা মহাসড়কে) এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাধব (৪০)। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার ৫ নং সিমলা রোকনপুর ইউনিয়নের বড় সিমলা গ্রামে। সে ঐ গ্রামের মধু বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি তার এক সঙ্গীয় সহ মোটরসাইকেল যোগে যশোহর অভিমুখে যাচ্ছিলেন, কালিগঞ্জ শহরের কলাহাটা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মাধবের মৃত্যু হয় এবং তার সঙ্গীয় আরোহীকে মুমূর্ষ অবস্থায় কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। আহত ব্যক্তির অবস্থা ও আশঙ্কাজনক। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিস এর সদস্যরা লাশ উদ্ধার করে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।