জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদের কোটচাঁদপুর উপজেলার শেরখালী গ্রামে টিকটকের লেখা ফেসবুক আইডিতে নির্দিষ্ট কারো নাম উল্লেখ না করে শেয়ার করলেও আক্রোশ মূলক ফেসবুক আইডির গ্রাহকের বিরুদ্ধে থানায় জিডি করেন সাবেক কুশনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান।
এরই প্রতিবাদে কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি কার্যালয়ে শনিবার (১৬ই মার্চ) বেলা ১১ টার সময় সংবাদ সম্মেলন করেন ঐ ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লিখিত অভিযোগ পাঠ করে বলেন, আমি মোঃ রবিউল ইসলাম (৫৯) পিতা মৃতঃ ইব্রাহিম মল্লিক ৩নং কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রাম শেরখালী উপজেলা কোটচাঁদপুর জেলা ঝিনাইদহ। আমার ছেলে শাহরিয়া হোসেন রাকিব (২২) এর ফেসবুক আইডিতে টিকটকের একটি লেখা শেয়ার করে। তাতে লেখা থাকে প্রতিশোধ আরো ভয়ংকর হবে, স্রোতের বিপরীতে সাঁতার কাঁটার অভ্যাস আমাদের বহু আগে থেকে। এই পোস্ট কে কেন্দ্র করে আমি ও আমার ছেলে শাহরিয়া হোসেন রাকিব এর নামে কোটচাঁদপুর মডেল থানায় জিডি করেন যার নম্বর ৩৮৯ তারিখ ৯-৩-২৪ ইং সেই জিডির সুত্র ধরে আমি ও আমার ছেলের নামে হুমকি ধামকি সহ প্রাণনাশের কথা উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়। তারই আলোকে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন।
উল্লেখ থাকে যে আমার দলীয় প্রতিপক্ষ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ৩নং কুশনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার পিতা মৃতঃ জোনাব আলী মাস্টার ২০১৪ সালে শেরখালী মোড়ে কে বা কাহারা গুলি করে হত্য করে। সেই হত্যা মামলায় আমাকেও আসামী করা হয়। বর্তমানে মামলা বিচারাধীন রয়েছে। বিচার চলমান থাকাবস্থায় সাধারণ একটা বিষয় নিয়ে চলমান হত্যা মামলাটি ভিন্ন খাতে নিতে এই সংবাদ প্রকাশ সহ মিথ্যা জিডি করা হয়েছে।
সংবাদ প্রকাশের পর আমি ও আমার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। আমার পরিবার কে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে তার প্রতিবাদে মোঃ আব্দুল হান্নান ও তার স্ত্রী রুমা খাতুন এর নামে জিডি করি যার নম্বর ৬০৬ তারিখ ১৩-৩-২০২৪ আমি এবং আমার পরিবার এই হীনমন্যতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।