রাশেদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন ও সাবেক সিনিয়র শিক্ষক মো: আবদুল হকের বিদায় সংবর্ধনা সহ এস এস সি পরীক্ষার্থী- ২০২৪ এর বিদায় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(৮ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দুপুরে চর এলাহী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মো: আইয়ুব আলীর সভাপতিত্বে ও চর এলাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চলনায় বিদায় ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদুর রাজ্জাক।
এ সময় বক্তব্য রাখেন -বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, সাবেক শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন, মো: আবদুল হক,চর এলাহী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, ইউপি মেম্বার বাহার উদ্দিন,সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ,শিক্ষক নুর উদ্দিন জাহাঙ্গীর বাদল,চর এলাহী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোহান মাহমুদ ফয়সাল,শিক্ষার্থী ইমরান হোসেন,জান্নাতি আক্তার,আছমা আক্তার নুর ইসলাম শাহীন,সহ বর্তমান এবং সাবেক ছাত্রছাত্রীরা বিদ্যালয় নিয়ে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন।