মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা সদরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে খাগড়াছড়ি জেলা বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত।
৯ অক্টোবর ২০২৩ইং সোমবার ৯টি উপজেলা থেকে আগত বিভিন্ন রাজনৈতিক অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগদান করেন, হাজারো নেতাকর্মী জামায়াতে মধ্য দিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি বাবু ক্ষেত্রমোহন রোয়াজা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক,এবং খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জনাবা জাকিয়া জিন্নাথ বিথী।বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম এ আবছার সহ আরো অনেকেই।
এসম উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, ওলামা দলসহ প্রমূখ।