ঢাকাMonday , 20 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির “শিক্ষক সম্মেলন–২০২৫” অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
October 20, 2025 11:58 am
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির “শিক্ষক সম্মেলন–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর সোমবার বেলা ১২টায় খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ ভূঁঞা।

জেলা শাখার সমন্বয়ক ও সহ-সভাপতি আশা প্রিয় ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মো. জুলফিকার আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সমন্বয়ক মো. মোজাম্মেল হক এবং জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মাহবুব আলম সবুজ।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। প্রাথমিক শিক্ষা জাতির ভিত্তি, আর শিক্ষকরা সেই ভিত্তিকে সুদৃঢ়ভাবে গড়ে তুলছেন। তাদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অতিথিবৃন্দ।

সম্মেলনে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষকদের অভিজ্ঞতা বিনিময়, দাবি-দাওয়া উপস্থাপন ও পেশাগত উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST